ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

রাতের আঁধারে শীতার্তদের মাঝে কম্বরল বিতরণ করলেন ইউএনও

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৬:৫১ পিএম

রাতের আঁধারে শীতার্তদের মাঝে কম্বরল বিতরণ করলেন ইউএনও

ছবি: রূপালী বাংলাদেশ

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার লেমশীখালী ইউনিয়নের দরবার ঘাটসহ বিভিন্ন গ্রামে গিয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন ইউএনও।

রাতে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি তার টিম নিয়ে দরিদ্র পরিবারের ঘরে ঘরে পৌঁছে তাদের হাতে কম্বল তুলে দেন।

ইউএনও বলেন, শীতার্ত মানুষদের কষ্ট লাঘব করতেই এ উদ্যোগ। সরকারি সহায়তার পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ফরহাদ মিয়া, উপজেলা দুর্যোগ ও ত্রাণ শাখার সহকারী প্রকৌশলী মোস্তাইন বিল্লাহ, গণস্বাস্থ্যের কর্মকর্তা মোসাব্বির সাফি।

কম্পল পেয়ে বৃদ্ধা শামশুল আলম বলেন, শীতের এই সময় আমাদের জন্য এই কম্বল আশীর্বাদ। ইউএনও স্যারের এই ভালোবাসা কখনো ভুলব না।

এই মানবিক কার্যক্রমে গ্রামবাসীরা অত্যন্ত খুশি হয়েছেন এবং প্রশাসনের এই ধরনের উদ্যোগকে আরও ব্যাপক আকারে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

আরবি/এইচএম

Link copied!