গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার তামান্না তাসনীম। সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলা সদর ইউনিয়নের বেপারী পাড়া এলাকায় কম্বল বিতরণ করেন তিনি।
জানা গেছে, প্রতি রাতে উপজেলা নির্বাহী অফিসার হতদরিদ্র ও অসহায় মানুষের খোঁজে সরকারি গাড়িতে কম্বল বোঝাই করে গ্রামে, মহল্লায়, বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণের জন্য ছুটে বেড়াচ্ছেন। তিনি হতদরিদ্র অসহায় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখ শোনেন এবং ভবিষ্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। শীতার্তরাৎ কম্বল পেয়ে উপজেলা প্রশাসন এবং ইউএনওকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে ইউএনও তামান্না তাসনীম বলেন, পর্যাপ্ত কম্বল রয়েছে। প্রত্যেক অসহায় ও ছিন্নমূল মানুষের কাছে সরকারের দেয়া উপহার কম্বল পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে। বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। রাষ্ট্রের সব নাগরিকের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর রাখছে সরকার। বর্তমানে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হচ্ছে। সরকার এবং কাপাসিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র, ছিন্নমূল এবং অসহায় মানুষের জন্য ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন ও কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম সহ বিভিন্ন সাংবাদিক ও উপজেলা পরিষদ এর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :