শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ১০:৪৩ পিএম

ঠাকুরগাঁওয়ে ১৭ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ইউএনওর স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ১০:৪৩ পিএম

ঠাকুরগাঁওয়ে ১৭ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ইউএনওর স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে প্রত্যায়ন পত্র পাঠানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার বেশ কিছু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অনুদান প্রাপ্তির জন্য আবেদন করা হয়। আবেদনে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যায়ন পত্র সংযুক্ত করার নিয়ম রয়েছে ৷ ঠাকুরগাঁও সদর উপজেলা  ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয়, জাঠিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়, ফাঁড়াবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়, দেওগাঁও দোয়েল উচ্চ বিদ্যালয়, মোলানখুড়ী উচ্চ বিদ্যালয়, ভগদগাজী উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ঝাড়গাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, পারপূগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ভেলারহাট উচ্চ বিদ্যালয়, পলাশ বাংলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, কাচারী বাজার উচ্চ বিদ্যালয়, কশালবাড়ী উচ্চ বিদ্যালয়, দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয় ও কদম রসুল হাট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনুদান মন্জুরীর জন্য আবেদন পাঠানো হয়।সেসব আবেদন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সাক্ষর জাল করে প্রত্যয়ন পত্র সংযুক্ত করা হয়। 

কিন্তু মন্ত্রনালয়ের সন্দেহ হওয়ায় প্রত্যয়ন পত্রের অনুলিপি ইউএনও সদরকে অবগত করা হয়।এর ফলে ফাঁস হয়ে যায় জালিযাতির বিষয়টি।

এ ব্যপারে ফাঁড়াবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় বলেন, আমাদের কাছে শুধু কিছু কাগজপত্র নেয়া হয়েছে । বাকি সব তারা করে দিয়েছেন ৷ ইউএনও স্যারের প্রত্যয়নপত্র আমাদের নেয়া হয়নি । তারা সবকিছু করে দেওয়ার কথা বলেছেন ৷ তাদের সঙ্গে আর যোগাযোগ হয় না, নম্বরও নেয়া হয়নি ৷

শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম বলেন, পাশে পারপূগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহমতুল্লাহ স্যারের মাধ্যমে কয়েকজন স্কুলে আসেন । তাদের মাধ্যমে এসব হয়েছে৷

পারপূগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহমতুল্লাহ বলেন, আমাদের ইউনিয়নের রইসুল নামে একজন স্কুলে আসেন। তার সঙ্গে আরো কয়েকজন এসে আমাদের অনুদানের ব্যাপারে বুঝিয়েছেন। অনুদান পাওয়ার পরে কিছু তারা নিতে চেয়েছিলেন। তারা আমাদের না বলেই এসব জাল কাগজপত্র বানিয়েছেন।

অভিযুক্ত রইসুলের বাড়ি জামালপুর ইউনিয়নের বড়পূগী গ্রামে। মোবাইলে তার সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায় ।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, প্রত্যায়ন পত্রের স্মারক নম্বরে আকাশ চুম্বি পার্থক্য দেখে আমাকে অবহিত করা হয় ৷ সেই সঙ্গে মন্ত্রণালয় থেকে আমাকে সবগুলো প্রত্যায়ন পাঠানো হয়েছে ৷ প্রত্যায়ন পত্রে আমার স্বাক্ষর জালিয়াতি করে পাঠানো হয়েছে ৷ এই প্রত্যায়ন পত্র সম্পর্কে আমি অবহত ছিলাম না ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে ।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আখতার বলেন, আমাদের কাছে ১৭টি প্রতিষ্ঠানের মন্ত্রণালয়ে পাঠানো প্রত্যায়ন পত্র এসেছে । সেগুলোতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির ঘটনা ঘটেছে ৷ বিষয়টি অনেক বেশি স্পর্শকাতর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, স্বাক্ষর জাল করার অপরাধে যা শাস্তি হওয়া উচিত সেটির ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আরো বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে ।

 

আরবি/জেডআর

Link copied!