জয়পুরহাটের আক্কেলপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মসজিদের ইমাম এবং মন্দির, গির্জা, প্যাগোডায় নিয়োজিত পুরোহিতদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ হলরুমে ইমাম ও পুরোহিতদের নিয়ে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক কামরুজ্জামান কমল, উপজেলা মৎস্য সম্পাসরণ কর্মকর্তা মো. মোশফিকুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মাহফুজার রহমানসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও পুরোহিতগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :