ভারতে পালানোর সময় আখাউড়া সীমান্তে আটক হয়েছেন শ্রীমঙ্গলের এক ইউপি সদস্য। তাঁর নাম পিয়াস দাস (৩৪)।সে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য।
জানা যায়, তাঁর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। এরপর থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পিযুষ দাসের ছেলে পিয়াস দাস ভারতে যাওয়ার জন্য বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন। এরপর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের রিকুইজিশন মূলে তাকে আটক করা হয়।
গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের হয়। যে মামলায় সে এক নম্বর আসামী।
আপনার মতামত লিখুন :