৩০ নভেম্বর শনিবার সুনামগঞ্জের ধর্মপাশায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির কর্মীসভা শুরু হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কলিমউদ্দিন আহমেদ মিলন আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপি ও সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন-মিফতাহ সিদ্দীকী সহ-সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি।
আরও বক্তব্য প্রদান করেন আনিসুল হক সহসাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদল, সাবেক ছাত্রদল নেতা ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দি লিটন, আব্দুল মোতালেব খান সাবেক সভাপতি, ধর্মপাশা উপজেলা বিএনপি ও সদস্য সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি, কাজী মাজহারুল হক সাবেক সহ সভাপতি, ধর্মপাশা উপজেলা বিএনপি, সৈয়দ আফছার আলম সাবেক সহ সভাপতি, ধর্মপাশা উপজেলা বিএনপি, আব্দুল হক সাবেক সহ-সভাপতি, ধর্মপাশা উপজেলা বিএনপি, এস এম রহমত সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ধর্মপাশা উপজেলা বিএনপি, মজিবুর রহমান মজুমদার সাবেক প্রচার সম্পাদক, ধর্মপাশা উপজেলা বিএনপি, সাবিকুন্নাহার শিল্পী সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা, ধর্মপাশা উপজেলা বিএনপি, সাফায়েত হোসেন সাজ্জাদ যুগ্ম-সাধারণ সম্পাদক, সিলেট মহানগর যুবদল। এছাড়াও জেলা, উপজেলা এবং ইউনিয়নের ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
আপনার মতামত লিখুন :