ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

তাড়াশ উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৯:২৪ পিএম

তাড়াশ উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করেছে র‌্যাব -১২’র একটি আভিযানিক দল। সোমবার বিকেলে ঢাকার রামপুরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার রাতেই তাড়াশ থানায় তাকে সোর্পদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।

গ্রেপ্তারকৃত আসামি মনিরুজ্জামান মনি তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ও তাড়াশ অনার্স কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর খেলার মাঠে ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে, তার গাড়ী বহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টায় মামলায় এজাহার ভুক্ত আসামি হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!