ঘন কুয়াশায় আজও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জ সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায়, পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পান্না বনিক নামে এক নারী নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে ৫ জন।
সোমবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে মহাসড়কের একটি ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা, ঘটনাস্থলে গিয়ে শুরু করেছে উদ্ধার কার্যক্রম।
শ্রীনগর ফায়ার স্টেশনে অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে,প্রথমে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকারটি পরে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পর পর কাভার্ড়ভ্যান, পিকআপের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় এক নারী। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :