কক্সবাজারে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস হাফ ম্যারাথন প্রতিযোগিতা। `Run for Heroes of Our Victory` প্রতিপাদ্যে আজ শনিবার ২৮শে ডিসেম্বর সকালে মেরিন ড্রাইভ দরিয়ানগর পয়েন্ট থেকে এ প্রতিযোগীতা শুরু হয়ে উখিয়া ইনানী হোটেল বেওয়াচ গিয়ে শেষ হয়। মোট ২১ কি.মি. সড়কপথের এই ম্যারাথনে পাঁচজন বিদেশী, ৪০ জন নারী ও সেনাবাহিনীর সদস্যসহ ৪০০ জন রানার বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয়।
পরে প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
এ সময় রামু সেনানিবাসের ২ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুন নবী, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ামিন হোসেনসহ সেনা কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে অর্থ পুরস্কার ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :