বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৭:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৭:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান বিজয় দিবস পালিত। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়োল্লাস ও শহীদদের স্মরণে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচী মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

সোমবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের ফারুকী পার্ক স্মৃতিসৌধ চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচী শুরু হয় এবং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. দিদারুল আলম, পুলিশ সুপার জাবেদুর রহমান জাবেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আ. বাতেন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আবু হুরায়রা বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার (একাংশ) আহবায়ক এড. আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ এবং অপর অংশ জেলা আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি ও জহিরুল ইসলাম খোকন এবং বাংলাদেশ গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া  প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহীদদের গার্ড অব অনার জানান।

পরবর্তী কর্মসূচী অংশ হিসেবে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মাহমুদ স্মৃতিসৌধ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা প্রশাসক মো. দিদারুল আলম, পুলিশ সুপার জাবেদুর রহমান জাবেদ জাতীয় পতাকা উত্তোলন ও  গার্ড অব অনার সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং পরিদর্শন করেন। জেলা পুলিশ, আনসারসহ গার্ড অব অনার সালামে অংশগ্রহণ করে।

এসময় পুলিশ সুপার জাবেদুর রহমান জাবেদ  বলেন, নিষিদ্ধ সংগঠন যেনো কোনো ভাবেই কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে ব্যপারে কঠোর সতর্কতার অবস্থানে রয়েছে পুলিশ।

পরে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসক দিদারুল আলম ও পুলিশ সুপার জাবেদুর রহমান জাবেদ ফারুকী ফার্কে বিজয় মেলার শুভ উদ্বোধন করে প্রতিটি ষ্টল ঘুরে দেখেন এবং পরবর্তীতে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্টানে যোগ দেন। ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী নানান আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয় ব্রাহ্মণবাড়িয়ায়।

আরবি/জেডআর

Link copied!