ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্রের

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০২:০৪ পিএম

বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্রের

ছবি: রূপালী বাংলাদেশ

খাগড়াছড়িতে বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরার সময় মোটরসাইকেল দূর্ঘটনায় সাহ্লাপ্রু মারমা (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একই ঘটনায় তার সা‌থে থাকা একই এলাকার চিনিঅং মারমা (১৯) না‌মে অপর এক ক‌লেজ ছাত্র আহত হয়।  

শ‌নিবার (১১ জানুয়ারি) রাত সা‌ড়ে ১২টার দি‌কে মা‌টিরাঙ্গা ব‌্যাঙ্গমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহ্লাপ্রু মারমা মা‌নিকছ‌ড়ি রাঙ্গাপা‌নি  এলাকার আপ্রুমংমার ছে‌লে ও মা‌নিকছ‌ড়ি গৌরি মৈত্রী ক‌লে‌জের ২য় বর্ষের মান‌বিক বিভাগের শিক্ষার্থী। সে মানিকছড়ি উপজেলা মারমা ছাত্র ঐক্য পরিষদের অর্থ সম্পাদক।

আহত চিনিঅং মারমা জানান, খাগড়াছড়িতে  বিজয় মেলা দে‌খে মোটর সাই‌কেল যো‌গে মানিকছড়ি ফেরার পথে মা‌টিরাঙ্গার ব‌্যাঙ্গমারা এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সাহ্লাপ্রু মারমা পাহা‌ড়ি ছড়ায় পড়ে গিয়ে মুখ থেথ‌লে যায়।  এসময় মোটর সাইকেল আ‌রোহী চিনিঅং মারমা ছিট‌কে প‌ড়ে আহত হয়। প‌রে স্থানীয়রা খবর পে‌য়ে সাহ্লাপ্রু মারমাকে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে মা‌টিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হা‌সিবুল হক বলেন, বি‌ধি মোতা‌বেক নিহ‌তের ময়না তদ‌ন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!