বগুড়ার নন্দীগ্রামে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এদিন শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলা বসে। সোমবার সকালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, প্রেসক্লাব, শ্রমিকদল, ছাত্রদল, জাসাস, ফায়ার স্টেশন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এক মিনিট নিরবতা পালন শেষে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, সহকারী পুলিশ সুপার ওমর আলী, থানার ওসি তারিকুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী সাজু, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন প্রমুখ।

শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলা বসে। মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন ইউএনও লায়লা আঞ্জুমান বানু। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ দিনভর নানা কর্মসূচি পালন করা হয়।
আপনার মতামত লিখুন :