বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৪:৪৫ পিএম

স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধের গর্ত ভরাট

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৪:৪৫ পিএম

স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধের গর্ত ভরাট

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধের বিশাল গর্ত ভরাট করা হয়েছে। রোববার(২৪ নভেম্বর )সকালে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী পশ্চিমপাড়া হোসাইনিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনের গর্তটি এলাকাবাসী,শিক্ষক ও ছাত্র মিলে ভরাট করেন।

বেড়িবাঁধটি হাটশিরা বাজার থেকে শুরু হয়ে মুন্সিবাড়ি ঘাট এবং বালিপাড়ায় ব্রহ্মপুত্র নদের ওপর জননেতা রফিক উদ্দিন ভূইয়া সেতুর পাশে আতাউরের মোড় পর্যন্ত চলে গেছে। এবার অতিবৃষ্টিতে মাটি সরে গিয়ে বিভিন্ন  স্থানে স্থানে বড় বড় ভাঙ্গন দেখা দেওয়ায় বর্তমানে হুমকির মূখে পড়েছে বাঁধটি।

রোববার (২৪ নভেম্বর) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, হাটশিরা বাজার থেকে শুরু হওয়া বাঁধটি বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।আর চরকামটখালী পশ্চিমপাড়া হোসাইনিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে একটি বিশাল গর্ত এলাকাবাসী,মাদ্রাসার শিক্ষক ও ছাত্র মিলে নিজেরা মাটি কেটে তা ভরাট করছেন।

মাদ্রাসার ছাত্র আশিক, কাওছার, নিরব জানায়, মাদ্রাসার সামনে একটি বড় গর্ত হইছে।চলতে অনেক অসুবিধা। তাই  মাদ্রাসার হুজুরসহ সবাই মিলে গর্তটি ভরাট করছি। 

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, বেড়িবাঁধের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হইছে।মাদ্রাসার সামনেও একটি বড় গর্ত। রোববার মাদ্রাসায় ইসলামী সভা। তাই মাদ্রাসার শিক্ষক- ছাত্র মিলে গর্তটি ভরাট করছে।আমরা রাস্তাটি মেরামতের দাবী জানাই।

মাদ্রাসার মোহতামিম হাফেজ মো. হিজবুল্লাহ বলেন, অতিবৃষ্টির পানিতে বাঁধের অনেক স্থানে বড় বড় গর্ত হয়ে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হবার উপক্রম হয়েছে। আমার মাদ্রাসার সামনে বাঁধ ভেঙে একটি বিশাল বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে চলাফেরায় দুর্ঘটনার আশংকা থাকায় ছাত্র-শিক্ষক মিলে  মেরামত করেছি।

এ ব্যাপারে মাদ্রাসার সভাপতি সোহরাব উদ্দিন বলেন, মাদ্রাসার সামনে রাস্তা ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চলাফেরায় দুর্ঘটনার আশংকা থাকায় এলাকাবাসী ও ছাত্র-শিক্ষক মিলে মেরামত করেছি।

আরবি/জেডআর

Link copied!