পিরোজপুরের ভান্ডারিয়ায় এক প্রভাবশালী অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে একটি অসহায় পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার ভান্ডারিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
ভুক্তভোগী সোহেল সিকদার বলেন, উপজেলার লক্ষীপুরা গ্রামে বিবাদী প্রভাবশালী গাজী অহিদুজ্জামান লাভলু ও সেলিম মোল্লার সাথে আমাদের বাড়ীর মসজিদ এবং ঈদগা মাঠের জমি নিয়া বিরোধ চলিতেছে। উক্ত বিরোধ এর জের ধরিয়া বিবাদীরা ইতিপূর্বে আমাদের চলাচলের পথ আটকাইয়া পাকা ওয়াল করে এবং সম্প্রতি বিবাদী অনেক লোকজন নিয়ে আমাদের বাড়ীর জামে মসজিদের নেইম প্লেট এবং ঈদগা মাঠের স্থাপনার ক্ষতি সাধন করে। বাধা দিতে গেলে আমাকে খুন জখমের হুমকি দিয়া মারপিট করার জন্য চড়াও হয়। আমি ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন আসিয়া আমাকে উদ্ধার করে।
তিনি আরো জানান, বিবাদীদের অত্যাচারে ভয়ে জানমাল নিয়া চরম নিরাপত্তা হীনতায় ভুগিতেছি। এঘটনার বিচার চেয়ে বুধবার সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেয়া হয়।
আপনার মতামত লিখুন :