ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

গোবিন্দগঞ্জে পুলিশের কাছ থেকে পালালো ওয়ারেন্টের আসামি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৮:৩২ পিএম

গোবিন্দগঞ্জে পুলিশের কাছ থেকে পালালো ওয়ারেন্টের আসামি

ছবি: রূপালী বাংলাদেশ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের নিকট থেকে প্যান্ট পাল্টানোর কথা বলে পালিয়েছে আদালতের গ্রেপ্তারী পরোওয়ানার আসামি শাহাদত হোসেন (৩২)। বুধবার (২১আগস্ট) সকালে উপজেলার কোচাশহর ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহাদত
হোসেন ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। এর আগে, শাহাদতের নামে উপজেলার পুনতাইর (আমবাড়ি) গ্রামের মৃত আব্দুস সালাম সরকারের মেয়ে সুমনা বেগম ১৮ জানুয়ারী গোবিন্দগঞ্জ পারিবারিক জজ আদালতে মামলা করেন। সেই মামলায় আদালত গত ২৩ মে তার নামে গ্রেপ্তারী পরোওয়ানা জারি করে।

সুমনার অভিযোগ, বুধবার সকাল ৯ টার দিকে নিজবাড়ি থেকে শাহাদতকে স্থানীয় থানার এ এসআই মোশারফ হোসেনকে ধরিয়ে
দেই। এ এসআই মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের সময় শাহাদত লুঙ্গি পরিহিত অবস্থায় ছিল। তিনি
প্যান্ট পরার কথা বলে পুলিশকে একটি রুমের দরজায় বসে রেখে বাসার অন্য দরজা দিয়ে পালিয়ে যান।এ ঘটনায় পুলিশের ভূমিকা
নিয়ে মামলার বাদিসহ জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি আছাদুজ্জামান জানান-বিষয়টি শুনেছি, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
 

আরবি/জেডআর

Link copied!