ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

কুতুবদিয়ায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

এস কে লিটন, কুতুবী

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৯:৪৩ পিএম

কুতুবদিয়ায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

প্রতিদিনের ন্যয় অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনী কুতুবদিয়া কন্টিজেন্ট টিম গোপন সংবাদের ভিত্তিতে আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলরচর এলাকায় মাটির নিচ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ইমাম মাহদীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে তাদের মিডিয়া উইং নিশ্চিত করেন।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোর রাতে তাবলরচর এলাকার একটি বাড়ির পুকুর পাড়ে মাটির নিচে পুঁতে রাখা একটি একনলা বন্দুক, একটি পিস্তল, সাত রাউন্ড তাজা গোলাবারুদ এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত অস্ত্রসমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসাইন বিষয়টি নিশ্চিত পূর্বক অস্ত্রের ব্যাপারে সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করে উদ্ধারকৃত অস্ত্রগুলো থানা হেফাজতে হয়েছে বলে জানান।

আরবি/জেডআর

Link copied!