লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে পুড়ল ওয়াসিম নামে এক কৃষকের ধান। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পৌর ৮ নং ওয়ার্ডের এমন ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতির হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক একই এলাকার মৃত হুমায়ন কবির চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রামগতি উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডে প্রায় ৮ একর জমিতে ধান আবাদ করেন কৃষক ওয়াসিম। গত কয়েক দিন আগে কৃষক তার আবাদকৃত পাকা ধান মাড়াইয়ের জন স্তুপ করে রেখেছিলেন। শুক্রবার রাতে প্রতিবেশীরা ওই ধানে আগুন দেখে শোর চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে স্তুপের অধিকাংশ পাকা ধানই পুড়ছে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ওয়াসিম চৌধুরী বলেন, এই জমি গুলো সাবেক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি সিএসপি আব্দুর রব চৌধুরীর। তিনি মারা যাওয়ার পর তার লন্ডন প্রবাসী মেয়ে সালমা চৌধুরী মালিক হন। আমি ওই জমি গুলো বর্গা চাষী হিসেবে চাষ করে আসছি। গত কয়েকদিন ধরে ধান কেটে ক্ষেতেই স্তুপ করে রেখে ছিলাম। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ধানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। কী কারণে; কে বা কারা ধানে আগুন দিয়েছে, সেটি আমি বলতে পারছি না।
রামগতি থানার (ওসি) মো. কবির হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করেছে। অভিযোগে প্রমাণিত হলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :