ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী সমাবেশে যা বললেন জেলা আমির

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ১২:৪১ পিএম

চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী সমাবেশে যা বললেন জেলা আমির

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় উথলী বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

বিগত ১৬ বছরে কুরআনের মাহফিল করতে দেয়া হয়নি। একের পর এক মাহফিল গুলো বন্ধ করে দেয়া হয়। আলেমদেরকেে গ্রেফতার করে  জেলে পাঠানো হয়। বিগত সরকারের মধ্যে দুইটি সরকার ছিল, একটি হাসিনা সরকার অপরটি ইমরান এইচ সরকার। তারা এদেশের জনগনকে বিভক্ত করে রেখেছিল।

যে দলের কর্মীরা নিজের পকেটের টাকা দিয়ে সংগঠন করে তাদেরকে থামিয়ে রাখা যাবেনা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভালো থাকবে তা আওয়ামীলীগ ভাবেনি, যদি ভাবতো তাহলে গুটি কয়েক ব্যাক্তিকে হাজার হাজার কোটি টাকার মালিক বানাতো না। আপনারা আমাদের ব্যাংক দখল করে নিলেন, কোচিং সেন্টার গুলি দখল করে নিলেন কিন্তু চালাতে পারলেন না।

শুধু দুনিয়ায় নয় আখেরাতের শান্তির জন্য জামায়াতের কর্মিরা কাজ করে । আরা জনগণের মুক্তির জন্য জামায়াতে এসেছি। এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে আমরা জামায়াত করি। মানুষের হক প্রতিষ্ঠায় জামায়াতের বিকল্পনেই। এ সংগঠনের মানুষ টাকার কাছে বিক্রি হয়না, তাদেরকে টাকা দিয়ে কেনা যায়না। টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মিরা রাজনীতি করেনা। তিনি আরো বলেন, কলিজায় আল্লাহর ভয়ের কারণে আমরা এ সংগঠন করি। জামায়াত সহাবস্থানে বিশ্বাসী।

জনগনকে উদ্দেশ্য করে বলেন, আপনি সততার পক্ষে থাকলে আপনাকে বলতেই হবে জামায়াত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। কেননা তারা হাট-বাজার দখল করেনা, খাল-বিল দখল করেনা। তিনি বলেন, আজ দেশের সম্পদ মাত্র ১০ ভাগ লুটেরাদের হাতে জিম্মি। আমরা এর বিরোধীতা করি। আমরা বেগম পাড়ার বিপক্ষে, টাকা পাচারের বিপক্ষে। সবাই মিলে সৎ লোকের শাসন  কায়েম করি তাহলে চাকুরির জন্য কারো দ্বারে দ্বারে ঘুরতে হবে না। আসুন  সবাই একসাথে এদেশকে গড়ে তুলি।

 

উথলী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক দামুরহুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল মহসিন জামেন, জীবননগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান,  চুয়াডাঙ্গা  জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা  প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক,  জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন, জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারি উপজেলা সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম প্রমুখ।

আরবি/জেআই

Link copied!