ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

স্ত্রী পরকিয়া আসক্ত, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বামীর আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৯:২২ পিএম

স্ত্রী পরকিয়া আসক্ত, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বামীর আত্মহত্যা

নিহত জুয়েল রানা। ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী সেবা ও তার প্রেমিক আতাউরকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জুয়েল রানা (২৭) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পাকা ইউনিয়নের বড় চিথলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এদিন বিকেল ৫ টায় লাশ উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। মৃত জুয়েল ওই গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় মাস খানেক আগে জুয়েল একই উপজেলার চকগোয়াস এলাকার সেবা আক্তার কে বিয়ে করেন। তবে বিয়ের কয়েকদিন পরই তার স্ত্রী তাকে ছেড়ে তার প্রেমিকের কাছে চলে যায়। এতে জুয়েল নিজেকে সামলাতে না পেরে ঘটনার দিন সকালে ফেসবুকে তার স্ত্রী সেবা ও তার প্রেমিককে দায়ী করে স্ট্যাটাস দিয়ে ফসলে দেয়া কীটনাশক খেয়ে নিজ বাড়িতে ছটফট করতে থাকে। ফেসবুকে তার দেয়া স্ট্যাটাস এবং তার ছটফটানি দেখে পরিবারের লোকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে সে বিষপানের কথা স্বীকার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে সেখানে নেবার পথেই জুয়েল মারা যান।

জুয়েল (ফেসবুক আইডির নাম মো. জাহিদ হাসান) তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন “আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা এরা দুইজন কুকরের চেয়েও নিকৃষ্টমানের মানুষ হয়ে গেছে এরা আমাকে সুন্দর পৃথীবিতে বাচতে এদের কঠিন শাস্তি হোক এটায় আমার চাওয়া”।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ ময়না তদন্তের জন্য থানায় আনা শনিবার (২৩ নভেম্বর) সকালে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। আর এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরবি/জেডআর

Link copied!