মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

মাদক নিয়ে বউ-শ্বাশুড়ি আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:৪৮ এএম

মাদক নিয়ে বউ-শ্বাশুড়ি আটক

ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে গাঁজাসহ সুফিয়া খাতুন (৪৫) ও রোজিনা পারভীন (২৯) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৮ টার দিকে নুরনগর ইউনিয়নের রামজীবনপুর তাদের নিজ বাড়ি সামনে থেকে আটক করা হয়।

আটককৃত সুফিয়া খাতুন কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামের বাসিন্দা। তার বাবার নাম কেরামত আলী। অন্যদিকে এইকই এলাকার বাসিন্দা রোজিনা পারভীন। তিনি নাঈম হোসেনের স্ত্রী।  জানা গেছে, আটকৃত দুইজন সম্পর্কে শ্বাশুড়ি-পুত্রবধু।

শ্যামনগর থানার ওসি তদন্ত ফকির তাইজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল মালেক, কনস্টেবল মেহেদী আল- মামুন সহ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। ওই সময় তাদের এবং তাদের বসতঘর তল্লাশি করে ৪শ ২৫ গ্রাম গাঁজাসহ ওই দুই নারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হবে।
 

আরবি/জেআই

Link copied!