হঠাৎ করে শীত নেমেছে ঠাকুরগাঁওয়ে। শীত নামায় কাতর হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। এ কারণে গরম কাপড়ের কদর বেড়েছে। একদিনে চিত্র পাল্টে গেছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি।চারদিক ছিল কুয়াশায় আচ্ছন্ন। গ্রাম শহর সর্বত্র শীতের আমেজ অনুভূত হয়।
শীত থেকে বাঁচতে সাধারণ মানুষকে গরম কাপড় ব্যবহার করতে দেখা গেছে। হঠাৎ শীতের কারণে শিশু ও বয়স্কদের মাঝে শ্বাসকষ্ট সহ হাচি কাশি দেখা দিয়েছে। ঠাকুরগাঁও-২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে শিশু রোগীদের সংখ্যা বেড়ে গেছে। শয্যা না পাওয়ায় মেঝেতে আসন গেড়ে চিকিৎসা নেওয়া হচ্চে।শিশু রোগীদের নিয়ন্ত্রন করতে হিমসিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, ইতোমধ্যে জেলার সাধারণ মানুষের কথা আমলে নিয়ে শীতবস্ত্রের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :