ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৩:১৮ পিএম

ময়মনসিংহে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে ৮২ গ্রাম হেরোইনসহ এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। যার আনুমানিক মূল্য আট লক্ষ বিশ হাজার টাকা। আটককৃত মহিলার নাম রোজিনা আক্তার ওরফে নাসিমা (৫৫)। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৪ থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞতিতে জানানো হয় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় জেলার কোতোয়ালী থানাধীন ৭৫ নং জেল রোডস্থ টাঙ্গাইল বাসস্ট্যান্ডের কাছে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে রোজিনা আক্তার ওরফে নাসিমা (৫৫) নামের একজন মহিলাকে সন্দেহ হলে আটক করে মহিলা র‌্যাব সদস্য দ্বারা তল্লাশি করা হয়। 

পরে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ী এক পর্যায়ে তার সাথে থাকা মাদকদ্রব হেরোইনের কথা স্বীকার করে এবং তার ডান হাতে থাকা ছোট পার্স ব্যাগের ভিতর থেকে ৮২ গ্রাম হেরোইন নিজ হাতে বের করে দেয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য আট লক্ষ বিশ হাজার টাকা। রোজিনা আক্তার ওরফে নাসিমা টাঙ্গাইল জেলার কালিহাতী থানার মৃত হানিফ শেখের স্ত্রী। পরে তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের করত আসামি ও আলামত হস্তান্তর করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!