জামালপুরের সরিষাবাড়ীতে শিয়ালের কামড়ে নারীসহ ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর দেখা দিলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এরপর থেকে এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে আতস্ক বিরাজ করছে।
আহতরা হলেন, শোভন মিয়া (১৪), পারভেজ মিয়া (২১), সেলিম রেজা (৪৫), কাঞ্চন মিয়া (৩০), সাপে বারিক (৪৫), রশিদ খান (৬০) ও মরিয়ম বেগম (৬০)। আহতরা সবাই উপজেলার মহাদান ইউনিয়ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও আহতদের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়ন এলাকায় সন্ধ্যার দিকে কয়েকটি শিয়াল রাস্তায় রাস্তায় এলোপাতাড়ি ঘুরে বেড়াচ্ছিল। এরমধ্যে একটি পাগলা শিয়াল হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপর থেকে শিয়ালটি ঐ এলাকায় একজন নারীসহ ৭ জনকে কামড়ে আহত করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন, রবিবার ২৭ অক্টোবর সন্ধ্যায় শিয়ালের কামড়ে আহত হয়ে ৭ জন রোগী চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে ৪ জন চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে যায়। বাকি ৩ জনের অবস্থা গুরুতর আহত হলে তাদেরকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :