ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

মৎস্যজীবী পরিবারের নারী সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৫:৪৪ পিএম

মৎস্যজীবী পরিবারের নারী সম্মেলন

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যজীবী পরিবারের নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “জীববৈচিত্র্য রক্ষায় নারীরা জাগছে, জীবন ও জীবিকায় অবদান রাখছে” এ শ্লোগনাকে সামনে রেখে এ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্ব) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এর আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উইং এবং সিএসজি’র নারীবৃন্দের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মসিউর রহমান, উপ-সহকারী প্রাণীসম্পদ অফিসার শুভাশীষ মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, ইকোফিশ-২ এর প্রজেক্ট ম্যানেজার মো. মাহবুবুল ইসলাম, জেন্ডার স্পেশালিষ্ট রেজোয়ান শারমিন প্রমুখ।

এছাড়া এনজিও টিএমএসএস এর প্রতিনিধি, নারীদের আয় ও পুষ্টি উন্নয়ন দলের সদস্যবৃন্দ, সুনীল প্রহরী এর প্রতিনিধি, সহ-ব্যবস্থা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্মেলনের মাধ্যমে মৎস্যজীবী পরিবারে নারীদের আয়ের অবদান, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র স্থাপন, জলবায়ু সহিষ প্রযুক্তির ব্যবহার, ব্যবসায় শিক্ষা, পুষ্টি বিষয়ে দক্ষতা, সঞ্চয় কার্যক্রম, প্রতিষ্ঠানিক দক্ষতা, কাজ করতে যেয়ে তাদের চ্যালেঞ্জ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নারীর অবদান সম্পর্কে বিস্তর ধারণা দেয়া হয়।

আরবি/জেডআর

Link copied!