বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

বেক্সিমকোর বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার দাবি শ্রমিকদের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০১:২১ পিএম

বেক্সিমকোর বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার দাবি শ্রমিকদের

ছবি: সংগৃহীত

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে শ্রমিকরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে জেলার কালিয়াকৈর চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের দাবি, বন্ধ হওয়া ১৬টি কারখানা খুলে দেওয়া, এলসি চালু করা এবং ব্যাংকিং সুবিধা পুনঃস্থাপনসহ বেশ কয়েকটি বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

জানা গেছে, গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। গাজীপুরের কাশিমপুর থানার সারাবো এলাকায় অবস্থিত এসব কারখানায় কাজ করতেন প্রায় ৪০ হাজার শ্রমিক।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছেন এবং এতে কোনো যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়নি।

আরবি/এফআই

Link copied!