ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বরিশালে বিশ্ব পযটন দিবস পালিত

বরিশাল ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০২:০২ পিএম

বরিশালে বিশ্ব পযটন দিবস পালিত

ছবি: রূপালী বাংলাদেশ

‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্যে বরিশালে  বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহেমেদ ও জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসাইন উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পর্যটনের সাথে আমাদের নিরাপত্তার সম্পর্ক রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আয়ের প্রধান উৎস পর্যটন শিল্প। আমাদের দেশেও পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে।আমরা বিশ্ব দরবারে এখনও যথাযথভাবে তুলে ধরতে পারিনি। পর্যটন শিল্প যোগাযোগ ব্যবস্থা ও আইনশৃঙ্খলার সাথে জড়িত রয়েছে।

বক্তারা আরও বলেন, কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থা ভালো না বিধায় এই সমুদ্র সৈকতটি ভালোভাবে ব্যবহার করতে পারছি না। বরিশালে শাপলার বিল, দুর্গাসাগর ও বিভিন্ন চর আছে, এসব পর্যটনের আওতায় নিতে পারলে বরিশালের পর্যটন শিল্পের আরও প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরবি/জেডআর

Link copied!