ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এক্সরে সেবা বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৯:১৭ পিএম

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এক্সরে সেবা বন্ধ

ছবি: রূপালী বাংলাদেশ

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এক্সরে সেবা বন্ধ আছে। জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরের বরাদ্দকৃত ফিল্ম এখনও হাসপাতালে এসে পৌঁছায়নি। যার ফলে হাসপাতালে খুব জরুরি ছাড়া স্বাভাবিক এক্সরে সেবা দেয়া হচ্ছে না। হাসপাতালে এক্সরে সেবা বন্ধ থাকায় বেসরকারি ডায়াগনস্টিক থেকে বেশি মূল্যে এক্সরে করাতে হচ্ছে রোগীদের।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, হাসপাতালে এক্সরে করা হচ্ছে না। বাইরে থেকে বেশি টাকা দিয়ে এক্সরে করাতে হচ্ছে। যার কারণে দূর্ভোগসহ খরচ বেশি হচ্ছে। পা ভাঙাসহ গুরুতর আহত রোগী নিয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে যেতে কষ্ট হচ্ছে রোগীদের।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, চাহিদার তুলনায় কম ফিল্ম সরবরাহ থাকায় এবং যথাসময়ে সরবরাহ না হওয়ায় হাসপাতালে স্বাভাবিক এক্সরে সেবা বন্ধ রয়েছে। সরবরাহ কম থাকে, তবুও আমরা স্বাভাবিকভাবে চালিয়ে নেয়ার চেষ্টা করি।

আরবি/জেডআর

Link copied!