ফার্মেসী ব্যবসায়ের কাজের জন্য বরিশাল হয়ে ঢাকা যাবার পথে ট্রাকচাপায় প্রান হারালো মুইন জমদ্দার (২৪) নামে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার এক যুবক। ১৪ আগস্ট মুইনের প্রথম বিবাহবার্ষিকী আর এই বিবাহবার্ষিকীর দিনেই তার মৃত্যুকে মেনে নিতে পারছেননা কেউ। গত মঙ্গলবার রাত আনুমানক সাড়ে আটটার দিকে স্বরূপকাঠি-নবগ্রাম-বরিশাল সড়কের কড়াপুর ইউনিয়নের
সুগন্ধিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মুইন স্বরূপকাঠি উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের মানিক জমদ্দারের ছেলে।
নিহতের চাচা মো. বারেক জমদ্দার জানান, ফার্মেসী ব্যবসায়ের লাইসেন্স করতে মুইন লঞ্চযোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভাড়ায় চালিত মোটর সাইকেলে স্বরূপকাঠি থেকে বরিশাল যাচ্ছিল। এসময় কড়াপুর এলাকায় একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মুইন ও
মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুইনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে রাত আনুমানিক দেড়টার দিকে তার মৃত্যু হয়।
আহত মোটর সাইকেল চালক আল আমিন বিশ্বাস জানান, তারা বরিশালে যাবার পথে স্বরূপকাঠি-নবগ্রাম-বরিশাল সড়কের কড়াপুর ইউনিয়নের সুগন্ধিয়া এলাকায় পৌছালে স্বরূপকাঠি থেকে বরিশাল গামী পেয়ারা ও আমড়া বোঝাই একটি ট্রাক তাদের সামনে পড়ে। এসময় হর্ণদিলে ট্রাকটি সাইড দেয় সেই সাইড দিয়ে মোটরসাইকেলটি অতিক্রম করাকালে ট্রাকটি তাদের চাপা দেয়। এতে চালক আল আমিন রাস্তার পাশে পড়ে গেলেও মুইন রাস্তার মাঝে পড়ে ট্রাকের চাঁপায় গুরুতর আহত হয়।
এদিকে এই ঘটনার পরপরই নিহতের বাড়িতে শোকের মাতম পড়ে যায়। নিহতের স্ত্রী সুমি ইসলাম স্বামিকে হারিয়ে পাগলপ্রায় হয়ে গেছেন। বুধবার আসর নামাজ বাদ সোহাগদল বায়তুল হেরা জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আপনার মতামত লিখুন :