মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করলেন যুবক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৯:০৭ পিএম

মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করলেন যুবক

ছবি: সংগৃহীত

জয়পুরহাটে মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন জাকারিয়া। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়। 

বর জাকারিয়া পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামের নেজামদ্দিনের ছেলে ও কনে জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের আনিছুর রহমানের মেয়ে সুমি আকতার।

জাকারিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, তার বড় মা বেঁচে থাকতে অসিয়ত করেছেন যদি কখনো তাদের ছেলে সন্তান হয় তাহলে সে যেন হাতির পিঠে চড়ে বিয়ে করেন। সেই অসিয়ত বাস্তবায়ন করতে জাকারিয়া ২০ হাজার টাকায় হাতি ভাড়া করেন। হাতির পিঠে চড়ে কনের বাড়িতে যাওয়ার ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে রাস্তার দুই পাশে শত শত মানুষ ভিড় জমায়।

নববধূ সুমি আকতার বলেন, আমার স্বামী হাতির পিঠে বসে বিয়ে করতে আসায় খুব ভাল লেগেছে। কারণ এভাবে বিয়ে সবার ভাগ্যে হয় না। এজন্য আমি খুব খুশি।

জাকারিয়া আরো বলেন, হাতি ভাড়া পাওয়া খুবই কষ্টসাধ্য। অনেক খুঁজে একদিনের জন্য ২০ হাজার টাকায় হাতি ভাড়া করে আনা হয়েছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী বিষয়টি খুব উপভোগ করেছেন।

জাকারিয়ার চাচাতো ভাই বুলু মিয়া বলেন, জাকারিয়াদের পরিবারে ছেলে সন্তান না হওয়ায় তখন তার বড় মা অসিয়ত করেছিলো কোনোদিন ছেলে সন্তান হলে তার বিয়েতে যেন হাতি নিয়ে বিয়ে করতে যায়। তাই তার বিয়ে দেয়ার জন্য আমরা বর যাত্রী হয়ে এসেছি।

নববধূ সুমির বাবা বলেন, তার মেয়ের সঙ্গে জাকারিয়ার বিয়ে ঠিক হয়। সেসময় জাকারিয়ার পরিবার থেকে জানানো হয়- জাকারিয়ার মা বেঁচে থাকতে তার পুত্র সন্তান ছিল না। তখন তার মা বলেছিলেন তার একটি পুত্র সন্তান জন্ম নিলে হাতির পিঠে করে বর সেজে বিয়ে করতে যাবেন। তাই মায়ের অসিয়ত পূরণ করতে জামাই হাতি ভাড়া করে তার পিঠে চড়ে বিয়ে করতে আসেন। 

আরবি/জেডআর

Link copied!