বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০২:২২ পিএম

শিবচরে এক্সপ্রেসওয়ের আন্ডারপাস দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিতে সাজাচ্ছে তরুণেরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০২:২২ পিএম

শিবচরে এক্সপ্রেসওয়ের আন্ডারপাস দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিতে সাজাচ্ছে তরুণেরা

ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আন্ডারপাস কালিগ্রাফিতে সাজিয়ে তুলছেন তরুণেরা। আন্ডারপাসের ভেতরের দেয়ালে সাঁটানে নানা ধরনের পোষ্টার তুলে পরিস্কার করে তৈরি করা হচ্ছে বর্ণিল আবহ! পাঁচ্চর এলাকার শিক্ষার্থীদের উদ্যোগে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

সম্প্রতি এক্সপ্রেসওয়ে এলাকা ঘুরে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের পাঁচ্চরের আন্ডারপাসের ভেতরে রং-তুলি নিয়ে কাজ করছে কয়েকজন যুবক। আন্ডারপাসের এক পাশের কাজ শেষ করে অন্য পাশের দেয়ালে কাজ করছেন তারা। রং-তুলির আঁচরে ফুটিয়ে তুলছেন বর্ণিল সাজ। আন্ডারপাস দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ দাঁড়িয়ে দেখছেন তাদের কাজ। গাড়ির চালকেরাও মুগ্ধ দৃষ্টিতে দেখছে পোস্টারে সাঁটানো আন্ডারপাসের দেয়ালে ফুটিয়ে তোলা সৌন্দর্য। 

উদ্যোক্তারা জানান,‍‍`পাঁচ্চরের আন্ডারপাস এবং সড়কের উচু দেয়ালজুড়ে ক্যালিগ্রাফি তৈরি করা হবে। গত প্রায় দুই সপ্তাহ ধরে কাজ শুরু হয়েছে। পাঁচ্চর এলাকার শিক্ষার্থীরা ফান্ড সংগ্রহ করে কাজটি করছে। অনেকেই স্বতঃস্ফূর্ত হয়ে অনুদান দিচ্ছে। ক্যালিগ্রাফি তৈরিতে রংয়ের পেছনেই মূল খরচ। সবাই আগ্রহ নিয়ে কাজ করছে। মূলত আমরা একটা পরিবর্তন দেখতে চাই। আন্ডারপাসের দেয়ালে পোস্টার সাঁটানো ছিল। নোংরা করে রাখা হয়েছিল। আমরা ওই স্থানের পরিবর্তন আনতেই কাজটি করছি।‍‍`

উদ্যোক্তাদের একজন শিবচরের ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মো. লিটনুর রহমান শিশির বলেন,‍‍`চলতি মাসের ১০ তারিখের পর থেকেই আমরা কাজ শুরু করেছি। ফান্ড সংগ্রহ হচ্ছে, কাজ করা হচ্ছে। শিক্ষার্থীরা এই উদ্যোগ নিয়ে কাজটি বাস্তবায়ন করছে। স্থানীয় বিত্তবান, প্রবাসী, ব্যবসায়ীসহ শুভাকাঙ্খীরা আমাদের অর্থায়ন করছে।‍‍`

ইজিবাইক চালক মো. মাসুদ রানা জানান,‍‍`আন্ডারপাসকে এরা সাজিয়ে তুলেছে। এখন দেখতে অনেক ভালো লাগছে। এটা দেশের সেবামূলক কাজ বলে মনে করি।‍‍`

আরেক চালক কাওসার হোসেন বলেন,‍‍`স্থানীয় ছাত্ররা কয়েকদিন ধরেই দেখছি এই কাজ করতাছে। প্রথম দিকে বুঝতে পারি নাই। এখন দেখতেছি চমৎকার ভাবে সাজিয়েছে আন্ডারপাস। দেখতে সুন্দর লাগছে।‍‍`

ক্যালিগ্রাফার স্থানীয় মুহাম্মাদ আল-হাফিজ নামের এক যুবক বলেন, ‍‍`আন্ডারপাসের একেকটি দেয়াল ১৮শত ফিট। দুইপাশে মোট চারটি দেয়ালে কাজ হচ্ছে। 

এছাড়া আন্ডারপাস সংলগ্ন সড়কের পাশের দেয়ালেও ক্যালিগ্রাফি করা হবে। তরুন প্রজন্মের উদ্যোগে এ কাজ করা হচ্ছে। ‍‍`

আরবি/জেডআর

Link copied!