শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

চকরিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৩:১৮ পিএম

চকরিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

নিহত মো. জাকির হোসেন। ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া ঢেমুশিয়ায় ছুরিকাঘাতে মো. জাকির হোসেন (২০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। উপজেলার ঢেমুশিয়া ছয়কুরিটিক্কা ৪নং ওয়ার্ড সাতঘর পাড়ায় এ ঘটনা ঘটে শুক্রবারে।

নিহত জাকির হোসেন ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে।জানাগেছে-চিংড়ি ঘেরের বিরোধ নিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইঁয়া বলেন ঘটনার সংবাদ পেয়ে সাব-ইন্সপেক্টর ইমরুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পাঠানো হয়। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরবি/জেডআর

Link copied!