ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

অভিযানের শুরু হওয়ার আগে জমজমাট ইলিশের হাট

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০১:৩৯ পিএম

অভিযানের শুরু হওয়ার আগে জমজমাট ইলিশের হাট

ছবি: রূপালী বাংলাদেশ

মা ইলিশ রক্ষায় শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে ২২ দিন নদীতে মাছ শিকার করতে পারবেন না জেলেরা। মাছ ধরা ও বিক্রি করার উপর  নিষেধাজ্ঞা থাকায় অভিযানের সময় শুরু হওয়ার আগ মুহুর্তে শরীয়তপুরের পালং বাজারে ইলিশ কেনাবেচা জমজমাট। এতে ভীড় করেছে ক্রেতা ও বিক্রেতার।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শরীয়তপুর শহরের পালং বাজারে বসেছে ইলিশ মাছের মেলা। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ইলিশ বিক্রি।

বাজারে গিয়ে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা জানা গেছে, শনিবার মধ্যরাত থেকে ৯ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, মজুদ ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকায় শেষ সময়ে বাজারে মিলেছে ইলিশ মাছের মেলা। ছোট সাইজের ইলিশ ৪০০ থেকে ৮০০ টাকা ও বড় সাইজের ইলিশ ৯০০ থেকে ২২০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে প্রায় ১৫ মন ইলিশ বিক্রি হয়েছে। আরও বিক্রি হবে। দামের বিষয়ে ক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া জানালেও বিক্রেতারা বলছে নিষেধাজ্ঞার সময় আসায় শেষ সময়ে কম দামেই বিক্রি হচ্ছে ইলিশ।

লুৎফর নামের এক মাছের আড়ৎদার বলেন, মা ইলিশ রক্ষায় সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। কাল থেকে ইলিশ ধরা, বিক্রি, মজুদ, ও পরিবহন নিষিদ্ধ। আজকে শেষ বাজার মেলায় পরিণত হয়েছে। এখন পর্যন্ত ৪ মন ইলিশ বিক্রি করেছে।

শহরের বাইরে থেকে মাছ কিনতে আসা এক ক্রেতা বলেন, পূজো উপলক্ষ্যে দাম বেশি থাকায় অনেকেই ইলিশ ক্রয় করতে পারেননি। কাল থেকে নিষেধাজ্ঞা থাকায় কম দামে বিক্রি হচ্ছে ইলিশ। এক কেজি ওজনের একটি ইলিশ এক হাজার ৮০০ টাকায় ক্রয় করেছি। মাছটির দাম স্বাভাবিক বাজারে ২ হাজারের বেশি রয়েছে।

আরবি/জেডআর

Link copied!