ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

নেত্রকোনায় বিটিএস আসক্ত দুই মাদরাসাছাত্রীর সন্ধানে পুলিশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ১০:০০ পিএম

নেত্রকোনায় বিটিএস আসক্ত দুই মাদরাসাছাত্রীর সন্ধানে পুলিশ

ছবি: সংগৃহীত

নেত্রকোনার আটপাড়া উপজেলার মোবারকপুর ও মল্লিকপুর গ্রাম থেকে দুই মাদরাসাছাত্রী নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মীম আক্তার (১২) ও কামরুন্নাহার (১৩)। তারা স্থানীয় হযরত ফাতেমা (রা.) মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের অভিযোগ, স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসে আসক্ত হয়ে পড়েছিল তারা। নিখোঁজের আগের দিন তারা দোকান থেকে বিটিএসের স্টিকার সংগ্রহ করে।

মীমের বাবা রবিউল আওয়াল জানান, মীম গোপনে মোবাইলফোন ব্যবহার করত এবং বিটিএসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। শুক্রবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুই ছাত্রীকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!