ঢাকা বুধবার, ০৫ মার্চ, ২০২৫

বিএনপির নেতাকর্মী পরিচয়ে সাদিক এগ্রো দখলের চেষ্টা করে!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৬:৫১ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ে গড়ে তোলা খামার সাদিক এগ্রো দখলের চেষ্টা করেছে একটি চক্র। এর আগে সিটি কর্পোরেশন থেকে স্থাপনাটিও আশেপাশের সরকারি জায়গা ভোগ দখল করার অভিযোগে ভেঙে ফেলা হয়। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর ৬ আগস্ট রাত থেকে এ পর্যন্ত সেখানে আধিপত্য বিস্তারের জন্য একটি রাজনৈতিক চক্র সাদিক এগ্রো দখলের চেষ্টা করছে। পরে এলাকাবাসী তাদের বাধা দেয়।

সূত্র জানায়, ৭ আগস্ট রাতে মোহাম্মদপুর থানা ও আদাবর থানা এলাকার বিএনপির কিছু নেতাকর্মী সাদিক এগ্রোতে গিয়ে জানতে চায় কোন সমস্যা আছে কিনা, তখন তাদের স্থানীয়রা জানান-কোন সমস্যা হলে আমরা জানাবো। এরপর সেখান থেকে তারা চলে যায়। এভাবেই দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দল পরিচয়ে এগ্রোটি দখলের চেষ্টা চলছে। কিন্তু এলাকাবাসী শক্ত অবস্থানে থাকায় সেটা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে কোন এক সময় হয়তো দুষ্কৃতিকারীরা রাজনৈতিক ভাবে এগ্রোটিতে হামলা করতে পারে।

সম্প্রতি সরেজমিনে মোহাম্মদপুর নবীনগর এলাকায় গিয়ে স্থানীয় ও সাদিক এগ্রোতে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তারা জানান, স্বৈরাচারী সরকার পদত্যাগের পর সাদেক এগ্রো দখলের চেষ্টা করছে কিছু দুষ্কৃতিকারীরা। এ সময় তারা বিএনপি জামাতের পরিচয় দেয়। তবে, স্থানীয়রা জানিয়েছেন তাদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। কে বিএনপি কে আওয়ামী লীগ সেটা জানা সম্ভব হয়নি।

সাদেক এগ্রোর পাশের দোকানদার মো. ইউসুফ বলেন, মোহাম্মদপুর থানার আশপাশ থেকে কিছু মানুষ সাদিক এগ্রো রাস্তার পাশের যে জায়গাটা ব্যবহার করত, সেখানে এসে তারা বিএনপির অফিস তৈরি করতে চেয়েছি। আমরা বাধা দিলে তারা চলে যায়। তাছাড়া এই এগ্রোটি আমাদের এলাকার ধনী গরিব সকলকেই বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। এজন্য এটি রক্ষার দায়িত্ব আমাদের। আমরা সেই দায়িত্ব পালন করছি। 

মোহাম্মদ হাসান হাফিজ নামের এক ব্যক্তি জানান, সাদিক এগ্রোর দুধ খুব ফ্রেশ। প্রতিদিন আমি বাচ্চাদের জন্য এখান থেকে দুধ নিয়ে যাই। যেদিন সাদিক এগ্রো ভেঙে দেওয়া হয় সেদিনও আমি দুধ নিয়ে গিয়েছিলাম। এই এলাকায় সবচেয়ে ফ্রেশ দুধ হল সাদিক এগ্রোর। এজন্য নিয়মিত এখান থেকে দুধ সংগ্রহ করি।

এই বিষয়ে সাদিক এগ্রোর ম্যানেজার মো. জয়নাল বলেন, গত ৫ তারিখে শেখ হাসিনার পদত্যাগের পর কিছু মানুষ গাড়ি ভাড়া করে এবং চাপাতি ও দেশি অস্ত্র নিয়ে আমাদের এখানে আসে এবং তারা এটি দখলের চেষ্টা করে। পরে তাদের আমরা বুঝিয়ে বলি এখানে সিটি কর্পোরেশন অন্যায় অত্যাচার করেছে। এখন যদি আপনারা করেন তাহলে বিষয়টি কেমন হয়ে যাবে, পরে এলাকাবাসী আমাদের সঙ্গে থাকে এবং তারাও বুঝিয়ে বললে দখলকারীরা বাঁশ খুঁটি নিয়ে চলে যায়।

তিনি বলেন, এরপর এসব বিষয়ে আমাদের মালিকের সঙ্গে কথা হলে তিনি জানান, ওখানে আমাদের জায়গার উপরে সাদিক এগ্রো তৈরি। সরকারি যে জায়গা রয়েছে সেখানে আমরা কোন কিছুই করব না। পরে মালিক ইমরান সাহেবের কথায় আমরা আমাদের জায়গায় বাঁশ খুঁটি দিয়ে একটি বেরিকেট উঠিয়ে রেখেছি। আপাতত কোন সমস্যা নাই। এখন আর তেমন কেউ দখল করতে আসেনি। আর সবচেয়ে বড় কথা আমাদের প্রতিষ্ঠানটি আমাদের জায়গার উপরেই রয়েছে। কেউ ঝামেলা করুক অথবা হোক কোনটাই আমরা চাই না।

ম্যানেজার বলেন, রামচদ্রপুর খাল দখল করে মোহাম্মদপুরের সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা তৈরির যে অভিযোগ উঠেছে, সেটা আসলেই মালিকা জায়গা ছিল সেখানে আমাদের শুধু পশু ছিল, তাছাড়া তেমন কিছু চিল না। আমরা জায়গা ভাড়া করে স্থাপনা তৈরি করেছিলাম। এলাকার আওয়ামীলীগের কিছু নেতাদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কারণে তারা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজে লাগিয়ে আমাদের স্থাপনাটি ভেঙ্গে দিয়েছিল। যাদের জায়গা ভাড়া নিয়ে এগ্রোটি তৈরি হয়েছিল তারা এখন সেখানে কাটকুট ও বাশেঁর ঘরবাড়ি তৈরি করছে।

সাদেক এগ্রোর দায়িত্বরত গার্ড জামাল উদ্দিন বলেন, ‘৬ আগস্ট তারিখ ও ৭ আগস্ট রাতে এখানে কিছু লোক ট্রাকে এসেছিল এবং এটি দখল নেওয়ার চেষ্টা করে পরে আমরা এবং স্থানীয়রা বাধা দিলে তারা ভয়ভীতি দেখিয়ে চলে যায়’। এলাকাবাসী জানান, সিটি কর্পোরেশনের ভেঙে দেওয়া সাদিক এগ্রো নতুন করে তৈরি হচ্ছে। আর সরকারি জায়গায় কাউকে দখল করতে দেওয়া হবে না। 

সূত্র জানায়, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ এটি কয়েবার দখলের চেষ্টা করেছে। তবে এই বিষয়ে আসিফ আহমেদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।’