ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রে জ্যোতির শত কোটি টাকা পাচার

সন্ত্রাসীদের ব্যবসার অংশীদার

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৮:৫৯ পিএম

সন্ত্রাসীদের ব্যবসার অংশীদার

ছবি রুপালী বাংলাদেশ

ঢাকা: পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে, পুলিশের পদায়ন ও রদবদলের নায়ক সাফি মুদাচ্ছির খান জ্যোতি দীর্ঘ এক মাস যুক্তরাষ্ট্র সফর শেষে গত ৩০ জুলাই দেশে ফিরে আসেন। ৫ আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আজ শনিবার আদালতে সোপর্দ করে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

জ্যোতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র যাওয়ার আগে তিনি শত কোটি পাচার করেন। জ্যোতি এই টাকা কানাডার মাধ্যমে পাচার করেন। অভিযোগ থেকে আরো জানা যায়, জ্যোতি যুক্তরাষ্ট্রে মিল্কি হত্যা মামলার পলাতক আসামি চঞ্চলের সাথে বৈঠক করেন এবং তার সাথে ব্যবসার অংশীদার হন। এই ব্যবসায় তিনি অর্ধশত কোটি টাকা বিনিয়োগ করেন।

বৈঠকের পর জ্যোতি গ্রুপ ছবি তোলেন যুক্তরাষ্ট্রে পলাতক কয়েকজন সন্ত্রাসী ও সাবেক ডিপিএস খোকনের সাথে। তার বিরুদ্ধে অভিযোগ, পুলিশে পদায়ন ও নিয়োগ বাণিজ্যে তিনি অন্তত ৫ শত কোটি টাকা অবৈধভাবে আয় করেছেন।

 

আরবি/এস

Link copied!