ঢাকা সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

পূজামণ্ডপে ‘পেট্রোলবোমা’ হামলার ঘটনায় মামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ১২:৪৫ পিএম

পূজামণ্ডপে ‘পেট্রোলবোমা’ হামলার ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপে ‘পেট্রোলবোমা’ ছুড়ে হামলার ঘটনায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, এ ঘটনায় বোমা মারার পর হামলাকারীদের ছুরিকাঘাতে পাঁচজন আহত হয়। শনিবার (১২ অক্টোবর) কোতোয়ালি থানায় মামলাটি করে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) ডিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান মামলার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় দণ্ডবিধির ৩৯২ ধারায় শুধু একটি মামলা হয়েছে। পেট্রোলবোমা উদ্ধার, সেই সঙ্গে ছিনতাইকারীদের ধরতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের পক্ষ থেকে আরেকটি মামলা হবে।’

গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছেন বলেও জানিয়েছেন ওসি।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) রাতে দুর্গাপূজার মহা অষ্টমীতে তাঁতীবাজারে পূজামণ্ডপে একটি পেট্রোলবোমাসদৃশ বস্তু ছুড়ে মারার ঘটনা ঘটে।

এ সময় ছিনতাইকারীরা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হন। তাদের মধ্যে কারো হাতে, কারো গলায়, কারো বুকে আঘাত লাগে। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন–আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।

আরবি/এফআই

Link copied!