ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

৩০ লাখে নেতাদের অবৈধভাবে সীমান্ত পাড়ি

মোস্তাফিজুর রহমান সুমন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১২:৫৪ পিএম

৩০ লাখে নেতাদের অবৈধভাবে সীমান্ত পাড়ি

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: ২০ থেকে ৩০ লাখ টাকার বিনিময়ে একেকজন নেতা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছাড়ার তথ্য পাওয়া গেছে। ছোট নেতারা ৫০ হাজার থেকে লাখ টাকা এবং বড় নেতা কোটি টাকা খরচ করছেন দেশ ছাড়তে এমন তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ-ভারতের দুই পাশের দালাল সিন্ডিকেট মোটা অংকের অর্থ লেনদেনের বিনিময়ে জড়িত।

তথ্য মতে এখন পর্যন্ত মোট ৩৪ জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতা গ্রেপ্তার হয়েছেন। সরকার পতনের পর শুরুতেই গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

বিদেশ যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলের নেতা, বিচারক, সরকারি আমলা, পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৬২৬ জন ব্যক্তিকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। তারা বর্তমানে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছেন বলে জান গেছে।
 

আরবি/এস

Link copied!