ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
প্লট দুর্নীতির অভিযোগ

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৩:১৯ পিএম

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট নেওয়ার অভিযোগে এসব মামলা করে দুদক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়ে বলে নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করা হয়েছে।

এর মধ্যে সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় সহায়তায়কারী হিসেবে শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। এ মামলায় আসামি হিসেবে আরও গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ১৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।

আরবি/জেআই

Link copied!