ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

মাদকাসক্ত মায়ের হাতে শিশু সন্তান খুন!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৭:২০ পিএম

মাদকাসক্ত মায়ের হাতে শিশু সন্তান খুন!

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় দাম্পত্য কলহের জেরে নিজের মেয়ে আয়না নুর ইসলামকে (৪) হত্যার অভিযোগ উঠেছে মা তাসনিম চৌধুরী ছোয়ার (৩০) বিরুদ্ধে। এ সময় ছয় মাস বয়সী ছেলেকে আহত করার অভিযোগও পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত মা তাসনিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় ওই শিশকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ছয় মাস বয়সী শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার ডিএমপির খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দাউদ হোসেন রূপালী বাংলাদেশকে এতথ্য নিশ্চিত করেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে উপ-পরিদর্শক (এসআই) গোলজার হোসেন রূপালী বাংলাদেশকে জানান, তাসনিয়া চৌধুরী আয়না নুর ইসলাম ও পাঁচ মাসের একটি সন্তানকে নিয়ে খিলগাঁও দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের ৬ নম্বরের একটি বাসায় থাকেন। তার স্বামী আতিকুল ইসলাম একজন দুধের ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তাসনিয়া চৌধুরী মাদকাসক্ত ছিলেন এই নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চান স্ত্রী তাসনিয়া চৌধুরী এবং সে তার স্বামীর কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যেতে চায়। তাসনিয়া চৌধুরী তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এই নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুর ইসলামকে গুরুতর আঘাত করেন তাসনিয়া। মেয়ে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকে। অন্যদিকে পাঁচ মাসের ছেলে সন্তান কেও চোখে মুখে নানাভাবে আঘাত করেন তিনি। পরের দিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে সে বিষয়টি সবাইকে জানায় এবং তার বড় মেয়ে আয়না নুর ইসলামকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুর অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আয়না নুর ইসলামকে মৃত ঘোষণা করেন।

ওসি দাউদ হোসেন জানান, এই ঘটনায় তাসনিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। দাম্পত্য কলহের জেরে প্রতিহিংসাপরায়ণ হয়ে মা এমনটি করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এই ঘটনায় তাসনিয়া চৌধুরীর সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই নারী কি ধরনের মাদক সেবন করতেন সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের মুখমণ্ডল, মাথা, চোখের নিচে ও বুকে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা এসএম আতিকুল ইসলাম ও মা তাসনিম চৌধুরী ছোয়ার মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলেও জানান তিনি।

আরবি/এসবি

Link copied!