সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে একটি নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৩ সালের ৫ আগস্ট পোশাকশ্রমিক রুবেল হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) তাদের ঢাকার আদাবর থানার মামলায় আদালতে হাজির করা হয় এবং গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি আদেশ মঞ্জুর করেন।
মামলার এজাহারে বাদী, রুবেলের বাবা রফিকুল ইসলাম অভিযোগ করেন যে, তার ছেলে ৫ আগস্ট আদাবরের রিংরোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছিল। এ সময় আসামিদের নির্দেশ ও মদদে পুলিশের গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে রুবেল পেটে এবং বুকে আঘাত পায়, এবং পরে ৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এই ঘটনার পর পোশাকশ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতার অভিযোগ উঠেছিল এবং এই মামলাটি রুবেলের মৃত্যুর পর দায়ের করা হয়। পুলিশ তদন্তে বের করে যে আসামিরা এই হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।
সাবেক এমপি শাহজাহান ওমর এবং সাবেক পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার বিষয়টি বেশ চাঞ্চল্যকর হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষত সরকারের সমালোচক ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে।