হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।
শনিবার রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়, এমনটি জানিয়েছেন বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ। আটক নিরাপত্তাকর্মীর নাম ওহিদুর রহমান। তার কাছ থেকে ১,২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও ৩টি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বেবিচক কর্মকর্তা কাউছার মাহমুদ জানান, আটক ওহিদুর রহমানের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, সৌদিয়া এয়ারলাইন্সের (এসভি-৮০৪) রিয়াদ থেকে ঢাকা ফ্লাইটের এক যাত্রী আলামিন তাকে স্বর্ণ বহনের দায়িত্ব দিয়েছিলেন।
ওই স্বর্ণ বিমানবন্দরের বাইরে থাকা লিটন নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়োজিত ছিল ওহিদুর। এর বিনিময়ে তাকে ১,২৫০ সৌদি রিয়াল দেওয়ার কথা ছিল। ওহিদুরকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :