বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা, এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ও মাইনুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর মধ্যে বাড্ডা থানার মামলায় নজরুল ইসলাম মজুমদার, পল্লবী থানার মামলায় সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালাকে গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসান ও মাইনুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আপনার মতামত লিখুন :