ফেসবুকে অন্যের নাম ও ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলে পাবজি গেম বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ভিকটিমের নিকট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম এম কে সিয়াম (২২)। এম কে সিয়াম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মহিমগঞ্জ ইউনিয়নের তৌহিদুল ইসলামের ছেলে।
তাকে গত মঙ্গলবার গোবিন্দগঞ্জ থানাধীন জীবনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন বিভাগ।
সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপকমিশনার শাহজাহান হোসেন জানান, গ্রেপ্তার সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ফেক আইডি খোলে। সে এসব ফেক আইডিতে পাবজি গেম বিক্রির নানা চমকপ্রদ বিজ্ঞাপনের প্রচারণা চালাত।
পরে সে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। এমন প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সিয়ামের বিরুদ্ধে গত ৫ জুন ডিএমপির শাহজাহানপুর থানায় একটি প্রতারণার মামলা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারী ভিকটিমের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ফেইক ফেইসবুক আইডি খুলে তাতে পাবজি গেম বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে বিকাশ/নগদ একাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।
এ নিয়ে রাজধানীর শাহজাহানপুর থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতে বিশেষ প্রাযুক্তিক সহায়তায় তদন্তকারী সিটি-সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন বিভাগের ই-ফ্রড টিমের এসআই . বদরুদ্দোজা জিমেলের নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক আসামীকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং গত ২ বছর ধরে এই প্রতারণা করে আসছে বলে জানায়। আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থাসহ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :