ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

চট্টগ্রামে অপরাধ চক্র

দিনে শ্রমিক, রাতে ছিনতাইকারী

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১০:২০ এএম
ছবি: সংগৃহীত

দিনে নির্মাণ শ্রমিক, রাতে ছিনতাইকারী। কিশোর থেকে পঞ্চাশোর্ধ্ব, সব বয়সিই রয়েছেন এই চক্রে। চট্টগ্রাম নগরীতে অপরাধের একটি ঘাঁটি গড়ে তুলেছে তারা। সম্প্রতি পতেঙ্গায় টহল পুলিশকে লক্ষ্য করে হামলা করার পর এই চক্রের সন্ধান পায় পুলিশ। তবে পোশাকধারী পুলিশের ওপর হামলায় পুলিশ বিভাগ এখন সতর্ক হয়ে উঠেছে।

গত শুক্রবার রাতে চট্টগ্রামের পতেঙ্গায় মাদক সেবন করতে বাধা দেওয়ার পর, পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মারধর করে মাদকসেবীরা। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাতে নগরীর পাঁচলাইশে অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কিশোর থেকে প্রবীণ সব বয়সের ব্যক্তি ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (বন্দর) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, এই অপরাধীরা দিনের বেলায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করলেও, রাতে ছিনতাইকারী হয়ে ওঠে। পাশাপাশি মাদক সেবনও চালিয়ে যায় তারা।

এর আগে, ২৫ ফেব্রুয়ারি রাতে নগরীর বারেক বিল্ডিং মোড়ে অভিযানকালে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এক সপ্তাহের মধ্যে দুটি হামলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিন্তিত করে তুলেছে।

সিএমপির উপ কমিশনার রইস উদ্দিন (ক্রাইম অ্যান্ড অপারেশন) জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

সূত্র: ইনডিপেন্ডেন্ট টিভি অনলাইন