ধরা পড়ল কবজি কাটা গ্রুপের পানি রুবেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ১২:৪১ পিএম

ধরা পড়ল কবজি কাটা গ্রুপের পানি রুবেল

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের চিহ্নিত মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্য মো. রুবেল ওরফে পানি রুবেলকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ভোলা সদর থানার লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু।

তিনি বলেন, ভোলা জেলার সদর মডেল থানা এলাকা থেকে যৌথ অভিযান পরিচালনা করে আদাবরের চিহ্নিত মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার পানি রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৮। গ্রেপ্তারকৃত পানি রুবেল আদাবর থানার হত্যাচেষ্টা মামলার আসামি।

মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে এএসপি খান আসিফ তপু বলেন, রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকায় দুই ছেলে সন্তানসহ ভাড়া বাসায় বসবাস করে আসছেন এক ভুক্তভোগী। বাদীর বড় ছেলে মো. রাসেল (৩০) একটি কমিউনিটি সেন্টারে বাবুর্চির চাকরি করেন এবং ছোট ছেলে মো. বিজয় (২৫) দারোয়ানের চাকরি করেন।

আরবি/এসবি

Link copied!