ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করা ১৫ বাংলাদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। মঙ্গলবার (১৮ মার্চ) একেপিএস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, তারা একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আসার কথা বলে ভুয়া আমন্ত্রণপত্রসহ বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করেছিল। তবে, তদন্তে দেখা যায়, ২১-২৩ মার্চের মধ্যে কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার পরিকল্পনা ছিল না এবং তাদের উপস্থাপন করা আমন্ত্রণপত্রও ভুয়া।

এ ছাড়া, আটক হওয়া ১৫ জনের মধ্যে কেউই পেশাদার ক্রিকেট খেলোয়াড় ছিল না এবং তারা সম্ভবত একটি সিন্ডিকেটের অংশ হিসেবে অন্য উদ্দেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল। তারা সন্দেহজনকভাবে একজন ‘স্পন্সর’কে জামিনদার হিসেবে নিয়েছিল, যিনি টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য জানতেন না।

একেপিএস তাদের বিরুদ্ধে ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) ব্যবস্থা নিয়েছে এবং পরবর্তী ব্যবস্থা হিসেবে অভিবাসন বিধি অনুসারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

একেপিএস সতর্ক করেছে যে, ক্রীড়া ভিসার অপব্যবহার করে যদি কেউ অবৈধ কাজ বা মানবপাচারের মতো কার্যক্রমে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।