ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫

২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৫:২৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকায় পৃথক দুই অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ মার্চ) সকালে সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে উত্তরা সার্কেলের চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

এদিকে  সকাল ৬টা ৪৫ মিনিটে গুলশান থানাধীন শাহজাদপুর এলাকা থেকে ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোহাম্মদ হাছান (২৮) এবং মিনু আরা (২৮)।

এছাড়া সকাল ৯টায় যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় আরও এক অভিযানে ৬  হাজার পিস ইয়াবাসহ আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আব্দুল মালেক (৪৮) এবং মো. সাঈদ।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর বাদী উপপরিদর্শক জেরিন সুলতানা (উত্তরা সার্কেল)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে মাদক পাচারের প্রবণতা বাড়ছে, তাই এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।