মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

আলোচিত সেই ডিজে সোহেল গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৮:৫৮ পিএম

আলোচিত সেই ডিজে সোহেল গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের আলোচিত রনি হত্যা মামলার আসামি সোহেল ওরফে ডিজে সোহেলকে শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শাহআলী থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

রোববার (২৩ মার্চ) রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান শাহআলী থানা পুলিশ।

জানা গেছে, গত ১৭ মার্চ মাদকের টাকা ভাগাভাগি নিয়ে শাহআলী থানাধীন রাসেল পার্কের সামনে রনি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই দিন রাতেই সোহেল ওরফে ডিজে সোহেলসহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর শাহআলী থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় সোহেলকে ৩ নম্বর আসামি করা হয়। সোহেলের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও একাধিক মাদক মামলা রয়েছে।

তিনি শাহআলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। নাচ গানে জড়িত থাকায় এই মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা ডিজে সোহেল বলেই চেনেন। হত্যা মামলার পরই গাঁ ঢাকা দেন ডিজে সোহেল। অবশেষে পুলিশের জালে আটকা পড়েন তিনি।

শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শনিবার (২২ মার্চ) ঢাকার কেরানীগঞ্জ থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রনি হত্যা মামলার আসামি।

আরবি/জেডি

Link copied!