অটোরিকশায় নারী শিক্ষার্থীর প্রতি অশোভন অঙ্গভঙ্গি করা এক বয়স্ক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
আয়েশা জানান, তিনি ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙা যাওয়ার পথে অটোরিকশায় ওঠেন। সে সময়ই ওই ব্যক্তি এই অশোভন আচরণ করেন। অটোরিকশা থেকে নামার পর আয়েশা বিষয়টি সরাসরি জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তা অস্বীকার করেন।
ভিডিও দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিষয়টি নজরে আসলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।
পরবর্তীতে, তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান।
আপনার মতামত লিখুন :