ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

আবাসন নিউজ পোর্টালের নামে অভিনব প্রতারণা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১০:৩১ পিএম
ছবি : সংগৃহীত।

অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজের আদলে একটি ভুয়া নিউজ পোর্টাল তৈরি করেছে আবাসন নিউজ২৪ ডটকম। এর নেই কোনো সরকারি নিবন্ধন। এমনকি ওয়েবসাইটটিতে অফিসের যে ঠিকানা দেওয়া আছে, সেখানে আবাসন নিউজ২৪-এর কোনো অস্তিত্ব নেই বলে জানা গেছে। শুধু আবাসন নিউজ২৪ ডটকমই নয়, এমন অসংখ্য ভুঁইফোঁড় অনলাইন নিউজ পোর্টালের দৌরাত্ম্য দিনে দিনে বাড়ছে। এভাবে যত্রতত্র অনিবন্ধিত ও ভুঁইফোঁড় নিউজ পোর্টালের প্রতিপত্তি। এসব প্রতিষ্ঠানের অসাধু লোকজন সাংবাদিক পরিচয়ে জনসাধারণের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। তারা যখন যেখানে ইচ্ছে হানা দিচ্ছে, সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে ভয়ভীতি দেখিয়ে প্রয়োজনমত আদায় করে নেয় অর্থ। এদের দৌড়াত্ম্যে অতিষ্ঠ বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অভিযোগ রয়েছে, ভুয়া নিউজ পোর্টাল আবাসন নিউজ২৪ ডটকম নিয়মিত বিভিন্ন মানুষের কাছ থেকে এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। মিথ্যা-বানোয়াট সংবাদ প্রচারের কথা বলে অনৈতিক সুবিধা নিয়ে থাকে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে মিথ্যা সংবাদ করার কথা বলে মোটা অঙ্কের চাঁদা দাবি করে বলে জানান ভুক্তভোগীরা। তাদের দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও বানোয়াট গল্প সাজিয়ে প্রকাশ ও প্রচার করছে ভুঁইফোঁড় নিউজ পোর্টাল আবাসন নিউজ২৪ ডটকম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পুলিশের সাইবার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, যারা সরকারের অনুমদন ছাড়া নিউজ পোর্টাল চলাবে, একই সঙ্গে মিথ্য তথ্য দিয়ে অপপ্রচার করে মানুষকে বিব্রত করবে অথবা অনৈতিকভাবে নিউজ করে মানুষকে হয়রানি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, সম্প্রতি দেশের স্বনামধন্য কয়েকটি শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানে আবাসন নিউজ২৪ ডটকম জোরপূর্বক অনৈতিকভাবে মোটা অঙ্কের টাকার বিজ্ঞাপন দাবি করে। নিউজ পোর্টালটি সরকারের নিবন্ধিত নয় বলে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বিজ্ঞাপন দিতে অস্বীকার করে। এরপর তারা এক বছরের জন্য একটি মোটা অঙ্কের টাকা দাবি করে। তা দিতেও অস্বীকার করে প্রতিষ্ঠানটি। টাকা না পেয়ে ক্ষোভে শিল্পপ্রতিষ্ঠনটির সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এ ঘটনায় ওই শীর্ষ প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ভুয়া অনলাইন নিউজ পোর্টালটির বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী ব্যবসায়ী জানান, আবাসন নিউজের সাংবাদিক পরিচয়ে বেশ কয়েকজন তার প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করেন। নইলে সংবাদ প্রকাশ করা হবে মর্মে হুমকি দেন।

বেশ কয়েকজন ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আবাসন নিউজ২৪ ডটকমের বিষয়ে অনুসন্ধান শুরু করে রূপালী বাংলাদেশ। ভুঁইফোঁড় নিউজ পোর্টালটি অফিসের ঠিকানা বনানীর এল ব্লকের ২/২ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির পঞ্চম তলায়। ঠিকানা আনুযায়ী ওই অফিসে গিয়ে আবাসন নিউজ পোর্টালটির অস্তিত্ব মেলেনি। সেখানে দুটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।

এরপর বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়ায় শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পোর্টালটির সাইটে অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়। বর্তমানে সাইটে দেওয়া ঠিকানা হয় ১১০/১২৬ ধৌর চৌরাস্তা, তুরাগ থানা রোড, নিসাব নগর, কামারপাড়া, ঢাকা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) জানিয়েছে, বেশ কিছু অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে। বিষয়গুলো তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আবাসন নিউজ২৪ ডটকম বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, অনিবন্ধিত নিউজ পোর্টালটি সাংবাদিকতার আড়ালে মানুষের সঙ্গে প্রতারণা ও ব্ল্যাকমেইল করে যাচ্ছে। চাঁদাবাজি করে চক্রটি বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে টার্গেট করে সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়ি, কারখানা থেকে নিয়মিত চাঁদাবাজি করছে। এরই মধ্যে ভুঁইফোঁড় নিউজ পোর্টালটির বিরুদ্ধে ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের বিষয়টি আঁচ করতে পেরে সাইটের ঠিকানা পরিবর্তন করেছে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর রূপালী বাংলাদেশকে বলেন, যারা সরকারের অনুমদন ছাড়া নিউজ পোর্টাল চলাবে, একই সঙ্গে মিথ্য তথ্য দিয়ে অপপ্রচার করে মানুষকে বিব্রত করবে অথবা অনৈতিকভাবে নিউজ করে মানুষকে হয়রানি করতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমি যোগদানের পর থেকে দেখলাম, অনলাইন নিউজ পোর্টালের বিষয়ে কোনো তদারকি নেই। কোন জেলায় কয়টা নিউজ পোর্টাল আছে, কয়টা নিবন্ধিত আর কয়টা নিবন্ধিত নয়। এসব বিষয়ে গত মাস থেকে বিভিন্ন জেলায় আমাদের অফিসারা পরিদর্শন করছেন। কার্যক্রম এখনো চলমান রয়েছে। জেলা তথ্য অফিসার, জেলা প্রশাসন এবং আমার অফিসের অফিসারদের পরিদর্শনের রিপোর্ট পাওয়ার পরে অভিযুক্ত অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুঁইফোঁড় অনলাইনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে নিজামুল কবীর বলেন, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করতে দেওয়া হবে না। অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো একসঙ্গে দুটি অপরাধ করছে- প্রথমত, হচ্ছে সরকারের অনুমোদন না নিয়ে নিউজ পোর্টাল চালাচ্ছে; দ্বিতীয়ত, সাংবাদিকতার নামে মানুষকে হয়রানি করছে। এটা সমর্থনযোগ্য হতে পারে না। তাই অনিবন্ধিত নিউজ পোর্টালের বিরুদ্ধে দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক শেখ মুত্তাজুল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, র‌্যাব অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‌্যাব সর্বদা সজাগ থাকে।